করিমগঞ্জের চুড়াইবাড়িতে উদ্ধার ৪০ লক্ষাধিক টাকার গাঁজা, আটক তিন, বাজেয়াপ্ত ট্রাক

করিমগঞ্জ : এক সপ্তাহের মাথায় ফের ত্রিপুরা থেকে অভিনব কৌশলে নিষিদ্ধ গাঁজা পাচার করার পথে অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি চেক গেটে একটি ১২ চাকার লরি থেকে ৪০ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে অসম পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে পুলিশ আটক করেছে তিন জনকে।
চুড়াইবাড়ি (অসম) পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে আন্তঃরাজ্য সীমান্তের এপারে নাকা পয়েন্ট গড়েন তাঁরা। এক সময় ত্রিপুরা থেকে টিআর ০১ এএস ১৮১১ নম্বরের খালি লরি আসে। তার গতিরোধ করে তাতে তল্লাশি করে অভিনব কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৬৬ প্যাকেটে চার কুইন্টাল গাঁজা উদ্ধার করেছেন তাঁরা। কালোবাজারে এগুলির মূল্য ৪০ লক্ষ টাকার বেশি হবে।
পুলিশ অফিসার জানান, গাঁজা পাচারে জড়িত অভিযোগে লরির চালক সহ আরও দুজনকে আটক করা হয়েছে। ধৃতদের ত্রিপুরার বাসিন্দা প্রদীপ বিশ্বাস, মিন্টু চৌধুরী এবং সুজিতকুমার নাথ বলে পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশ অফিসার প্রণব মিলি।