দেবী দুর্গাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও! শ্রীভূমি থানায় মামলা, আটক কনটেন্ট ক্রিয়েটার

শ্রীভূমি। ২৪ সেপ্টেম্বর – দেবী দুর্গাকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা দায়ের করা হল শ্রীভূমি সদর থানায়।
মামলা দায়েরকারী শুভজিৎ চক্রবর্তী জানান, দেবী দুর্গাকে নিয়ে ব্যাঙ্গাত্মক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাধ্যমে হিন্দুদের ধর্মীয় আস্থা ও বিশ্বাসের উপর আঘাত করেছেন ‘সিলেটি ফুয়া’ নামে ফেসবুক পেজ চালনাকারী রাহুল দাশগুপ্ত। মা দুর্গাকে নিয়ে তার ভাইরাল হওয়া এধরনের ভিডিও সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করবে। তিনি রাহুল দাশগুপ্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দুর্গাপূজার দিন কয়েক আগে ব্যাঙ্গাত্মক ভিডিও প্রকাশের মানে যে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস সেটা আর বলার অপেক্ষা রাখে না।
তিনি জানান, কন্টেন্ট ক্রিয়েটার নামে কিছু সংখ্যক যুবক-যুবতী সমাজে নেতিবাচক বার্তা ছড়াচ্ছেন যা খুবই দুর্ভাগ্যজনক। এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন তিনি। তাঁর দেওয়া এজাহারে তিনি ভারতীয় ন্যায় সংহিতার যে-সকল ধারায় এই ভিডিও তৈরি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া অপরাধ সেই ধারার উল্লেখ করেছেন। ধারাগুলো হল ২৯৫ এ, ১৫৩ এ, ৫০৫(২), এবং ৫০৯ আইপিসি।
এদিকে, বুধবার সদর থানায় এফআইআর দায়েরের পর পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। রাতে থানায় তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
হিন্দু দেবদেবীদের নিয়ে ব্যাঙ্গাত্মক রিল বানিয়ে যারা ধর্মের নামে রটনা করতে চাইছেন তাদের বিরুদ্ধে কঠোর পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন অনেকেই।
শুভজিৎ জানান, তার মামলায় রাহুলকে পুলিশ তুলে আনায় তিনি খুশি। দেবী দুর্গাকে নিয়ে অসুরের রূপ ধরে ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করার জন্য রাহুলের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।