Barak Valley

দোহা‌লিয়ায় সেগুন কাঠ বাজেয়াপ্ত, গ্ৰেফতার দুই

পাথারকা‌ন্দি : মঙ্গলবার গ‌ভীর রা‌তে করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের অন্তর্গত দোহা‌লিয়ায় বনজ সম্পদ সেগুন কাঠ সহ ধরা পড়েছে দুই অরণ্য-দস্যু।

আজ বুধবার দোহা‌লিয়া রেঞ্জ ফ‌রেস্ট অফিসার প্রণব ক‌লিতা জানান, গোপন তথ্যের ভি‌ত্তিতে গতকাল গভীর রা‌তে সলগইয়ের বিট অভিসার আব্দুল হা‌সিব লস্কর, ফ‌রেস্টার প্রদীপ বা‌রই, সর‌জিত্‍ দাস, বনকর্মী দি‌লোয়ার হুসেন এবং বন সুরক্ষা বা‌হিনী, বাজা‌রিছড়া থানার পু‌লিশ ও আধাসাম‌রিক বা‌হিনীর এক‌টি দল প্রথ‌মে হানা দেয় ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর খা‌সিয়ারগুল গ্রা‌মে। সেখানে থে‌কে চেরাই সেগুন কাঠ সহ আটক করা হয় জনৈক রামলাল ভরের ছেলে শম্ভু ভর (৪০)-‌কে।

এর পর বন বিভা‌গের দল‌ পেঁচারঘাট গ্রা‌মে হানা দি‌য়ে প্রয়াত অম্বিকা বৈদ্যের বছর ৪০-এর ছেলে রঞ্জিত বৈদ্য‌কে আটক ক‌রে। ধৃত‌দের বা‌ড়ি থে‌কে প্রায় ৩০ সিএফ‌টি চেরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত ক‌রে‌ছেন তাঁরা, জানান রেঞ্জ ফ‌রেস্ট অফিসার প্রণব ক‌লিতা।

রা‌তে কাঠ সহ দুই জঙ্গল-দস্যুকে দোহা‌লিয়া রে‌ঞ্জে আট‌কে রে‌খে জিজ্ঞাসাবাদ চালা‌নো হয়। জেরায় ধৃতরা তাদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে এ ধরনের অপকর্মে আরও কয়েকজন জ‌ড়িত ব‌লে জা‌নি‌য়ে‌ছে। রেঞ্জার জানান, বা‌কি‌দের ধর‌তে বন বিভা‌গের অভিযান অব্যাাহত থাক‌বে।

আজ ধৃত‌দের করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে তোলা হ‌য়। আদাল‌তের নি‌র্দেশে তা‌দের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button