ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি, প্রতিবাদে মুখরিত শহর করিমগঞ্জ

করিমগঞ্জ : কলকাতায় মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল করিমগঞ্জ শহর৷ শহরের বিভিন্ন সংগঠন শম্ভুসাগর পার্কের রবীন্দ্রমূর্তির পাশে মাটির প্রদীপ ও মোম জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন৷ লক্ষাধিক সংগঠনের প্রতিবাদে গোটা শহরজীবন স্তব্ধ হয়ে যায়৷ প্রায় দেড় ঘন্টার ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়৷
ঘটনার উপযুক্ত বিচার সহ প্রকাশ্য শাস্তির দাবি তোলেন তাঁরা৷ এদিন আয়োজকদের পক্ষে অরূপ রায় সহ প্রতিবাদকারীরা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের পুজোর আগে ফাঁসিতে ঝোলাতে হবে৷ বিচার ব্যবস্থা সঠিক না হলে বৃহত্তর পরিসরে আন্দোলন চলবে৷ প্রতিবাদী জনতা তীব্র ভাষায় এই ন্যাক্কারজনক ঘটনার ধিক্কার ও নিন্দা জানান৷ হত্যাকাণ্ডের আমরা ন্যায়বিচার চাই৷ তবে সবশেষে তাদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে৷
সংগঠনগুলোর মধ্যে ছিল রটারি ক্লাব অফ করিমগঞ্জ, খুশি স্মৃতি সংস্থা, নুপুর নৃত্যালয়, বিশ্ববীণা, চারণিক, সম্পূর্ণা নারী সংস্থা, নৃত্যশ্রী কলা নিকেতন, উইংস ফর ইয়ুথ, মোহনা সাহিত্য পত্রিকা, ইনার হুইল ক্লাব, ভগিনী নিবেদিতা সহ আরও বেশ কয়েকটি সংগঠন৷