Barak Valley

ধারাবর্ষণে ও ভয়াবহ ভূমিধ্বসে ধ্বংসস্তূপে পরিণত বিধ্বস্ত এরালিগুল পাবলিক হাইস্কুল, অল্পের জন্য প্রাণে বাঁচল পড়ুয়ারা

নিলামবাজার : ভয়াবহ ভূমিধ্বসের জেরে ধ্বংসস্তূপে পরিণত হল দক্ষিণ করিমগঞ্জের এরালিগুল পাবলিক হাইস্কুল৷ পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সরজমিনে সেখানে যান সার্কল অফিসার৷ ভবন নির্মাণ বা সংস্কার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্কুলটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তিনি৷

জানা গেছে, প্রবল বর্ষণের কারণে শনিবার রাতে টিলার ভূমিধসে স্কুলটির প্রতিটি কক্ষের দেওয়াল মাটির নিচে চাপা পড়ে যায়৷ অনুরূপভাবে রবিবারও টিলার মাটি ধসে পড়ে স্কুলটির বাকি অংশে৷ যার ফলে স্কুলটির অস্তিত্ব সংকটের মুখে৷ রবিবার সকালে খবর পেয়ে স্কুলে যান বান্দরকোণা জিপি সভাপতি আব্দুল বাসিত এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন৷ তাঁরা নিলামবাজার সার্কল অফিসার সাজ্জাদুর রহমান এবং পাথারকান্দি এডুকেশন ব্লকের শিক্ষা আধিকারিককে বিষয়টি জানান৷ এ দিন পরে সরজমিনে স্কুলটি পরিদর্শনে যান নিলামবাজার সার্কল অফিসার সাজ্জাদুর রহমান৷ পরিস্থিতি খতিয়ে দেখে বিষয়টি জেলাশাসককে অবগত করান তিনি৷ পরবর্তীতে ভবন সংস্কার না হওয়া পর্যন্ত এই স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন সার্কল অফিসার৷

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন জানান, স্কুলটির ৯০% ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে৷ সোমবার তিনি জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন৷ তিনি আরও জানান, স্কুলটির ভবনগুলোর দেওয়াল ভেঙে যাওয়ায় পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনও পরিবেশ নেই৷ স্কুলটি সংস্কার না হওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদান বিরত রাখা হবে৷ এ দিকে জিপি সভাপতি আব্দুল বাসিত অতিসত্বর স্কুলটি সংস্কার করে পাঠদান শুরু করার জন্য জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন৷

Show More

Related Articles

Back to top button