Barak Valley

নতুন সংসদ ভবন উদ্বোধন : প্রতিবাদে করিমগঞ্জ কংগ্রেস

করিমগঞ্জ, ২৮ মে : নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতিকে। তারই প্রতিবাদে মাঠে নেমেছে করিমগঞ্জ কংগ্রেস। আজ রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির তফশিলি জাতি সেলের উদ্যোগে এই অভিযোগ তুলে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, পৃথিবীর সর্ববৃহত্‍ গণতান্ত্রিক দেশে উপেক্ষিত দেশের রাষ্ট্রপতি, তা মেনে নেওয়া যায় না। রাষ্ট্রপতির অপমান কোনও ভাবেই সহ্য করবে না কংগ্রেস। করিমগঞ্জে সংস্থাপিত ড. বাবা সাহেব ভিমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে এদিন অবস্থান ধরনায় বসেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, উত্তর করিমগঞ্জ এসসি মোর্চার সভাপতি বাপন নমঃশূদ্র সহ সংগঠনের এসসি, এসটি সেলের পদাধিকারীরা।

তফশিলি জাতির অধিকার সর্বক্ষেত্রে বহাল রাখতে হবে, রাষ্ট্রপতির পদমর্যাদা দিতে হবে, নইলে আন্দোলন চলবে, তফশিলি জাতির সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন, ১ নম্বর করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণমুক্ত করার কারণ কী ইত্যাদি বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে হাতে নিয়ে জেলা কংগ্রেস প্রতিবাদ সাব্যস্ত করে।

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ভারতবর্ষের মতো দেশে মূল্যহীন রাষ্ট্রপ্রধান। গণতান্ত্রিক দেশে দুর্বিষহ জনজীবন। নিজের ব্যক্তিগত সহ দলের প্রচার নিয়ে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী। কমলাক্ষ বলেন, সংসদ ভবন উদ্বোধনে দেশের প্রধান ব্যক্তিকে উপেক্ষিত রাখা হয়েছে। ভারতবর্ষের কুড়িটি বিরোধী দল এতে আপত্তি জানিয়েছে। তবুও দেশের প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনও পাত্তা দেননি। নিজের প্রচার করতে নিজেই নিজের হাত দিয়ে উদ্বোধন করেছেন সংসদ ভবন। যার ফলে আজ রবিবার দেশ জুড়ে এই প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদী কর্মসূচি পালন করছে কুড়িটি বিরোধী দলও।

আজ ভারতবর্ষের কালোদিন হিসাবে আখ্যা দিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি বলেন, আজ ভারতবাসীকে অপমানিত করা হচ্ছে। বলেন, ‘প্রধানমন্ত্রীর এ ধরনের কাণ্ডে আমরা তীব্র বিরোধিতা জানাই। এছাড়া সংবিধানে স্বীকৃতি থাকা সত্ত্বেও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এসসি, এসটির সুবিধা কর্তন করা হচ্ছে। যার ফলে প্রধানমন্ত্রীর মানসিকতাকে আমরা ধিক্কার জানাই।’

Show More

Related Articles

Back to top button