Barak Valley
নিয়মসেবা মাসে প্রতিদিন ভাগবত পাঠ হচ্ছে মদনমোহন মন্দিরে

করিমগঞ্জ : শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরে মাসব্যাপি নিয়মসেবা অনুষ্ঠিত হচ্ছে৷ প্রতিদিন ভোরবেলা মঙ্গল আরতি সহ বাল্যভোগ কীর্তনের পর সকাল ৯টায় ভাগবতের মূল শ্লোক পাঠ করা হয়৷ সন্ধ্যা ৭টা-৯টা পর্যন্ত ভাগবত কথা পাঠ করেন কলকাতা থেকে আগত প্রভুপাদ পার্থসারথি গোস্বামী৷
আগামী ১৫ নভেম্বর শুক্রবার রাস পূর্ণিমা পর্যন্ত ভাগবত পাঠ চলবে৷ ১৬ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে ৬৪ মহন্তের ভোগরাগ অনুষ্ঠান, কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ৷ এতে সব ভক্তপ্রাণ নাগরিকের উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরের উৎসব উদযাপন কমিটির সবাই৷