Barak Valley

করিমগঞ্জে গৃহস্থকে ঘুমে রেখেই লুঠ সোনা-টাকা

করিমগঞ্জ : করিমগঞ্জে গৃহস্থকে ঘুমে রেখেই ঘরে লুটপাট চালালো চোরের দল৷ গৃহস্থের সামনে থাকা দু’টি আলমারি ভেঙে সোনা সহ নগদ অর্থ হাতিয়ে নিয়ে গেছে তারা৷ ভয়ঙ্কর চুরিকাণ্ড সংঘটিত হয়েছে পুরাতন মিশন রোডের অমৃত দাসের বাড়িতে৷

জানা গেছে, চোরের তাণ্ডবে অতিষ্ট শহরবাসী৷ প্রতিদিন কোনো না কোনো বাড়িতে হানা দিচ্ছে চোর৷ বুধবার শহরের পুরাতন স্টেশন রোডের অমৃত দাসের বাড়িতে চুরি হয়েছে৷

জানা গেছে, জালনার গ্রিল খুলে চোর ভিতরে ঢোকে৷ এরপর পর পর দু’টি অলমারি ভেঙে সোনা সহ টাকা হাতিয়ে নিয়েছে তারা৷ অথচ আলমারির পাশেই বিছানায় ঘুমোচ্ছিলেন স্বামী-স্ত্রী৷ কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি চোরের তাণ্ডব৷ বৃহস্পতিবার ঘুম থেকে উঠে দেখেন আলমারি খোলা৷ পুরো ঘর এলোমেলো৷ চোরেরা বেঁহুশ করেছিল কিনা সন্দেহ! পুলিশ তদন্ত করলেও কোন ক্লু বের করতে পারেনি৷ অমৃত দাসের স্ত্রীর মন্তব্য, প্রায় দেড় ভরি সোনা নগদ ₹20 হাজার টাকা হাতিয়ে নিয়েছে চোর৷

Show More

Related Articles

Back to top button