Barak Valley

নিয়োগ পরীক্ষা : রবিবার হাইলাকান্দি থেকে ট্রেন-বাস

জনসংযোগ, হাইলাকান্দি, ২৭ সেপ্টেম্বর : রবিবার শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য ট্রেন এবং ট্রাভেলার বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ট্রেনটি রবিবার ভোর ৫ টায় হাইলাকান্দি রেলস্টেশন থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। পাশাপাশি রবিবার হাইলাকান্দি জেলার চারটি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট অন্তর অন্তর বাস শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। হাইলাকান্দি শহরের কলেজ রোড বাস স্ট্যান্ড থেকে ভোর পাঁচটা থেকে ১০/১৫ মিনিট অন্তর অন্তর ৩৫ টি ট্রাভেলার বাস কাঠাখাল হয়ে চালানো হবে। কলেজ রোড বাস স্ট্যান্ড সংক্রান্ত কাজে ফোন নং ৭০০২৩১৬৫০৪ অথবা ৭০০২০৮২০২১-এ যোগাযোগ করা যাবে‌। হাইলাকান্দি শহরের গাছতলা বাস স্ট্যান্ড থেকে ২০ টি ট্রেভেলার বাস ধোয়ারবন্দ হয়ে শিলচরের উদ্দেশ্যে ছাড়বে । গাছতলা বাসস্ট্যান্ডের জন্য ৮৮৭৬১১০৫৫১ নম্বরে যোগাযোগ করা যাবে। অনুরূপভাবে লালাবাজার বাস স্ট্যান্ড থেকে ১৫ টি ক্রুজার ধোয়ারবন্ধ হয়ে শিলচরের উদ্দেশ্যে চলবে। লালাবাজার বাসস্ট্যান্ডের জন্য ফোন নম্বর ৬০০০৭৯৫৯০৭-এ যোগাযোগ করা যাবে।

ঘাড়মুরা থেকে কাঠাখাল হয়ে ১৫ টি ট্রেভেলার বাস চালানো হবে। এই স্ট্যান্ডের জন্য ফোন নম্বর ৭০০২৩১৬৫০৪ এ যোগাযোগ করা যাবে। এদিকে ট্রেনটি শিলচর থেকে বিকেল সাড়ে ৩ টায় হাইলাকান্দির উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে। পরীক্ষার্থীদেরকে নিজের পকেট থেকে যাত্রী এবং ট্রেন ভাড়া দিয়ে এই বিশেষ বাহন গুলির সুযোগ নিতে প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য হাইলাকান্দি জেলার ৫৩২৭ জন প্রার্থী রবিবারের নিয়োগ পরীক্ষায় শিলচরের কেন্দ্রগুলিতে অবতীর্ণ হচ্ছেন।

Show More

Related Articles

Back to top button