নির্ধারিত মূল্য থেকে কম দামে ধান বিক্রয় না করতে কৃষকদের প্রতি আহ্বান

লক্ষীপুর ২২ ডিসেম্বর : চলতি খারিফ মরসুমে কাছাড় জেলার লক্ষীপুর মহকুমা সহ অন্যান্য স্থানে কৃষকদের উৎপাদিত ধান বিক্রয়ের জন্য রাজ্য সরকার থেকে মূল্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। কাছাড়ের জেলাশাসক এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন যে চলতি খারিফ মরশুমে অর্থাৎ ২০২২ ২৩ সালের জন্য জেলার কৃষকদের উৎপাদিত ধান বিক্রয়ের ন্যূনতম সমর্থন মূল্য কুইন্টাল প্রতি ২০৪০ টাকা হিসেবে রাজ্য সরকার থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে।
এতে জেলাশাসক নির্ধারিত মূল্য থেকে কম মূল্যে কোন ফার্ম অথবা ব্যক্তিকে ধান বিক্রয় না করতে জেলার কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে যদি কোন মধ্যভোগী নির্ধারিত মূল্য থেকে কম মূল্যে ধান ক্রয় করে বা করার জন্য প্ররোচিত করে তবে বিষয়টি গম্ভীরভাবে নেওয়া হবে এবং এ ব্যাপারে মধ্যভোগীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।