Barak Valley

নিলামবাজারে চুরি, পুলিশের জালে যুবক

নিলামবাজারে সামগ্রী সহ ধৃত চোর পুলিশ রিমান্ডে

শ্রীভূমি, ১৫ সেপ্টেম্বর: নিলামবাজার পুলিশের হাতে বিভিন্ন সামগ্রী সহ ধরা পড়ে এক চোর। গতকাল রাতে বাজার এলাকায় টহলদারির সময় পুলিশ সন্দেহ বশত এক যুবককে আটক করে। আজ ধৃত জীবান উদ্দিনকে আদালতে হাজির করানোর পর অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য নিলামবাজার পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আবেদনে সম্মতি জানিয়ে আদালত ধৃতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

সদর শহর সহ জেলার বিভিন্ন এলাকায় গত বেশ কিছুদিন থেকে চোরের উপদ্রব মাথাচাড়া দিয়ে উঠেছে। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক চুরিকাণ্ড সংঘটিত করে চলছে তস্করের দল। এদের শায়েস্তা করতে পুলিশ জেলাজুড়ে কড়া নজরদারি রেখে চলে। গতকাল রাতে নিলামবাজার বাজার এলাকায় বিভিন্ন চুরি করা সামগ্রী সহ জীবান উদ্দিন নামের এক যুবককে আটক করে পুলিশ। ধৃতের কাছ থেকে মনিটর, আপ্যাল আইপেড, একটি মিনি কম্পিউটার সেট সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ।

Show More

Related Articles

Back to top button