নিলামবাজারে বিদ্যুত্ বিভাগের অভিযান, বাজেয়াপ্ত বৈদ্যুতিক সামগ্রী সহ রাইস মিল

নিলামবাজার, ৫ এপ্রিল : বিদ্যুত্ চুরি রুখতে অভিযানে নেমেছে নিলামবাজার বিদ্যুত্ সংমণ্ডল। বুধবার এক অভিযানে নেমে নিলামবাজারের ফতেপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কয়েক লক্ষ টাকার বৈদ্যুতিক সামগ্রী সহ রাইস মিল বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ দুপুরে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিয়ে অভিযানে নামেন বিভাগীয় সিনিয়র ভিজিলেন্স অফিসার তাপিলচন্দ্র দাস এবং নিলামবাজার ইলেক্ট্রিসিটি সাবডিভিশনের এসডিই নিদিররঞ্জন রায়।
অভিযানে ইলেকট্রিক মটর, রাইস মিল, ফ্যান, রাইস কুকার, ইনভার্টার ব্যাটারি সহ অবৈধ হুকিঙের তার বাজেয়াপ্ত করার পাশাপাশি অনেকের বিদুত্ সংযোগ বিচ্ছিন্ন করেছেন তাঁরা।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা বলেন, এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। আজ প্রথমবারের মতো অভিযানে নেমে ইলেকট্রনিকস বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে হুকিং ও মিটার থেকে বিদুত্ চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হবে। অবধৈভাবে বিদুত্ চুরির ফলে প্রতি মাসে ১৫ থেকে ২০ লক্ষ টাকা ভরতুকি দিতে হচ্ছে নিলামবাজার সাবডিভিশনকে।