Sports
হার্দিক পান্ডিয়ার গোড়ালিতে চোট, করানো হল স্ক্যান

পুনে, ১৯ অক্টোবর : গোড়ালিতে চোট পেলেন হার্দিক পান্ডিয়া । বাংলাদেশ ম্যাচের ৯ ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে লিটন দাসের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে ফলো থ্রুর উল্টো দিকে শরীর নিয়ে গিয়েছিলেন। কিন্তু পা হড়কে যায় তাঁর। বাঁ পায়ে চোট পান তিনি। এরপর যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন তিনি। ওভারের বাকি তিনটে বল করেন বিরাট কোহলি।
এরপর তাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। এখনও কোন রিপোর্ট পাওয়া যায়নি। তবে আজকের ম্যাচে নামার কোন সম্ভাবনাই নেই মনে করা হচ্ছে। আর হার্দিকের এই চোট আশঙ্কা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের।