Barak Valley

নিলামবাজার স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স দিলেন বিধায়ক সিদ্দেক আহমদ

নিলামবাজার : আনুষ্ঠানিক ভাবে নিলামবাজার কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন সিদ্দেক আহমদ৷ দুপুর ১২টা নাগাদ করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের JD রাজীব বরুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দক্ষিণ করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবার উন্নতি নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন সিদ্দেক আহমদ৷

তিনি বলেন, এই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল একটি অ্যাম্বুলেন্স প্রদানের তাই জনগণের আহ্বানে সাড়া দিয়ে বিধায়ক তহবিল থেকে এই অ্যাম্বুলেন্স প্রদান করেছেন বলে জানান৷ পাশাপাশি তিনি হাসপাতালের উন্নয়নে আগামীতে আরও অর্থ মঞ্জুরি দেবেন বলে সভায় জানান৷ সভায় উপস্থিত হাসপাতাল ইনচার্জ ডা. মৃন্ময় দেব হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা নিরসনে বিধায়ককে সচেষ্ট হওয়ার আহ্বান জানান৷

বক্তব্য রাখেন সমাজসেবী আজিজুর রহমান তালুকদার, একলাছুর রহমান, জেলা স্বাস্থ্য বিভাগের CMO রঞ্জিৎ বৈদ্য প্রমুখ৷ সভাশেষে হাসপাতাল ইনচার্জ ডা. মৃন্ময় দেবের হাতে অ্যাম্বুলেন্সেয চাবি তুলে দেন সিদ্দেক আহমদ৷

Show More

Related Articles

Back to top button