Barak Valley

নীলিমা ভট্টাচার্য স্মৃতি কক্ষের উদ্বোধন সরস্বতী বিদ্যানিকেতনে

শ্রীভূমি, ২৮ সেপ্টেম্বর : শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যানিকেতনের প্রথম শ্রেণির শ্রেণিকক্ষ বিশিষ্ট শিক্ষিকা প্রয়াত নীলিমা ভট্টাচার্যের নামে নামাঙ্কিত করে ছাত্রছাত্রীদের জন্য উৎসর্গ করা হয়।

শনিবার এক অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দরাবাদ থেকে আগত শ্রীভূমির সন্তান, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. শর্মিষ্ঠা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতা ভট্টাচার্য, সম্পাদক সুবীরবরণ রায়, সহ-সভাপতি ডা. কমলেশ রঞ্জন দে, প্রধান আচার্য অঞ্জন গোস্বামী প্রমুখ।

অনুষ্ঠানে গীতা ভট্টাচার্য প্রয়াত নীলিমা ভট্টাচার্যের জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করে বলেন, স্থানীয় গাছ কালীবাড়ি রোডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষাদানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ডা. কমলেশ দে তাঁর বক্তব্যে বলেন, এই শ্রেণিকক্ষের দাতা তথা প্রায়ত নীলিমা ভট্টাচার্যের ভাতুষ্পুত্র ডা. যাদবেশ্বর ভট্টাচার্য তাঁর পিসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। পরিচালনা সমিতির পক্ষ থেকে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। মুখ্য অতিথি ডা. শর্মিষ্ঠা দাস বিদ্যালয়ের সঙ্গে তাঁর শৈশবের নানা স্মৃতি উল্লেখ করে বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন।

Show More

Related Articles

Back to top button