Barak Valley
নূপুর নৃত্যালয় করিমগঞ্জ এর আবার এক নতুন সম্মান

শিলচর বঙ্গভবন শনিবার এ বরাক শারদ প্রতিভা সম্মান ২০২৩ পেলেন নূপুর নৃত্যালয় করিমগঞ্জ এর ছাত্রীরা পলক কুড়ি, আয়ুস্মিতা দেব, মোহনা সাহা, বর্ণালী পাল, সৃষ্টি আঁচার্যী, প্রযুক্তা মালাকার, তনুশ্রী কর, বিদিয়া রায়, প্রতুস্যা রায়, সোনালী চন্দ এই সংবর্ধনা পেলেন ও নৃত্যে ছিলেন মৌ বিশ্বাস ও তানসা দত্ত এই নৃত্যের মাধ্যমে দর্শকের মন জয় করলেন নূপুর নৃত্যালয় এর ছাত্রীরা…. নূপুর নৃত্যালয় এর কর্ণধার পায়েল চক্রবর্তী কুড়ি কে ও বেস্ট করিওগ্রাফার অ্যাওয়ার্ড দেওয়া হয়।।কর্ণধার পায়েল চক্রবর্তী কুড়ি ধন্যবাদ জানান ডক্টর পিনাক মোহন্ত কে এই স্বর্ণালী সন্ধ্যায় আমন্ত্রণ করবার জন্য।। নূপুর নৃত্যালয় করিমগঞ্জ কে অনেক অনেক শুভেচ্ছা রইলো বরাক প্রতিভা সম্মান এর জন্য