নেশাজাতীয় সিরাপ সহ চুড়াইবাড়িতে আটক ২

চুড়াইবাড়ি, ৮ অক্টোবর : পূর্বাঞ্চলের আসামের চুরাইবাড়ি যেন নেশা কারবারির করিডোর হয়ে গেছে। পুনরায় একদিনর মাথায় নেশা জাতীয় কফ সিরাফ সহ দুজনেক পাকড়াও করল শ্রীভূমি জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ জোয়ানরা।
বুধবার সকালে গুয়াহাটি থেক আগরতলায় পৌছার পথে এএস (০১) এসসি (৬৪৮৪) নম্বেরর একিট ছয় চাকার লির ট্রান্সপোর্ট সংস্থার খুচরো সামগ্রী নিয়ে অসমের রাজ্য সীমান্ত চুরাইবাড়ি চেকেগট পৌছালে গাড়িটি যথারীতি দলবল নিয় তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি। এতে লিবারের ভিতের থাকা বারোটি ইলেকট্রনিক ট্রান্সফরমার বক্সের ভিতর থেক তিন হাজার বোতল নেশা জাতিয় কফ সিরাফ এস্কফ্ বাজেয়াপ্ত হয়। যার কালোবাজারি মুল্য ত্রিশ লক্ষাধিক টাকার মত হবে বলে পুলিশ জানিয়ছে।
এ কান্ডে লরি চালক ও সহচালকেক আটক করেছে পুলিশ। তাদের নাম যথাক্রমে মনু বর্মন ও রবি বর্মন। বাড়ি অসমের হাজো থানাধীন সিঙ্গিমারিত। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনিডিপএস ধারায় মামলা করে তদন্ত করছে৷
তাদেরকে বৃহস্পতিবার জেলা সিজএম আদালেত সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়ছে। পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরাধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগন।