Barak ValleyAssamNorth-East

কুশিয়ারায় বিপজ্জনক স্থানগুলো চিহ্নিত করার দাবি

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের গা ঘেঁষে যাওয়া কুশিয়ারা নদীতে ডুবে গত এক সপ্তাহের মধ্যে ২ কিশোরের মৃত্যুর ঘটনায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে৷ প্রতি বছর হোলির দিনে কিশোর-যুবকের মৃত্যু হয় এই নদীতে৷ তাই নদীর ভয়াবহ স্থানগুলো চিহ্নিত করে সেই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানালো মানবাধিকার সহায়তা সংঘ৷ ওই সংস্থার এক কিশোর সদস্য অরিজিৎ ভট্টাচার্য এবার হোলির দিন নদীতে ডুবে প্রাণ হারায়৷ এছাড়া প্রতিদিন চুরির ঘটনার তদন্তের দাবি জানান তারা৷ সংস্থার পক্ষ থেকে করিমগঞ্জের জেলাশাসক ও পুলিশসুপারের সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করা হয়৷

স্মারকপত্রে উল্লেখ মতে, কুশিয়ারা নদীতে পরপর দুর্ঘটনা ঘটে যাওয়া নদীর সব বিপজ্জনক স্থান খুব তাড়াতাড়ি চিহ্নিত করতে হবে৷ এসব স্থানে বিপজ্জনক বোর্ড লাগানো হবে এবং ফেন্সিং ব্যবহার করে ঘেরাও করে রাখতে হবে৷ দোল উৎসব সহ অন্যান্য অনুষ্ঠানে মানুষের জলে নামা নিষিদ্ধ করার দাবি জানান তারা৷

এছাড়া করিমগঞ্জ শহরে একের পর এক ঘটে চলা চুরির ঘটনা প্রতিহত করতে শহরের প্রতিটি স্থানে CCTV camera বসানোর দাবি জানান তারা৷ এই চুরিকান্ড রোধ করতে পুলিশি টহল জোরদার করার দাবি জানান সংস্থার কর্মকর্তারা৷

তারা জানান, জেলাশাসক ও পুলিশসুপার তাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ স্মারকপত্র প্রদানে উপস্থিত ছিলেন টিঙ্কু রায়, শ্যামল চৌধুরী, রাজদীপ সেন, জন্মজিৎ ভট্টাচার্য, জয়ন্তী নাথ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button