Barak Valley

করিমগঞ্জে শাক সবজির বাজারে আগুন, প্রশাসনের সঙ্গে দেখা করল বিজেপি

করিমগঞ্জ : করিমগঞ্জে শাক সবজির বাজারে আগুন৷ ইদ-উল-আজহার প্রক্কালে শাক-সবজির বাজারে অগ্নিমূল্য থাকায় সাধারণ নাগরিকদের মাথায় হাত পড়েছে৷ এরকম উদ্বেগজনক পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে করিমগঞ্জ বাজারের শাক-সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করেন৷ বর্তমান সময়ে ঝিঙে, কাকরোল, ফুলকপি, বাঁধাকপি অনেক আগেই সেঞ্চুরি পার করেছে৷ আলু, পেঁয়াজ পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত দাম বেড়েই চলছে৷ উৎসবের মরশুমে দ্রব্য মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে৷ তাই ডিসি-কে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উত্থাপন করেন বিজেপি নেতৃত্ব৷ জেলা আয়ুক্ত বিজেপি নেতৃত্বের অভিযোগ সমূহ উপযুক্ত তদন্তের আশ্বাস দেন এবং কালোবাজারি মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান৷ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিশন রঞ্জন দাস, দেবব্রত সাহা, পৌরপতি রবীন্দ্র দেব, ডাঃ মানস দাস, দিলীপ দাস, অমিত পাল সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button