Barak Valley
করিমগঞ্জের বিভিন্ন মঠ মন্দিরে চলছে ঝুলনযাত্রা, ভিড় মানুষের

করিমগঞ্জ : আধুনিকতার যুগে কংক্রিটের শহরে হারিয়ে যাচ্ছে ঝুলনযাত্রার ঐতিহ্য৷ পুরনো দিনে মা-দিদিমা ঝুলনের গল্প শোনাতেন৷ তার সঙ্গেই উঠে আসতো আগেরকার দিনে ঝুলনের গল্প৷ করিমগঞ্জের বিভিন্ন মঠ-মন্দিরে ঝুলনযাত্রা অনুষ্ঠিত হচ্ছে৷ টাউন কালীবাড়ি, মদনমোহন আখড়া, সরিষার গোপাল আখড়ায় ঝুলনযাত্রা চলছে৷ মদনমোহন আখড়ায় প্রতি বারের মতো এবারও মাইথোলজির বিভিন্ন দিক মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে৷ অন্যদিকে, টাউন কালীবাড়ি ও সরিষার গোপাল আখড়াকেও সাজিয়ে তোলা হয়েছে৷ প্রতিদিন উপচে পড়ছে ভিড়৷ তবে অতীতের মতো তেমনটা উৎসাহ পরিলক্ষিত হচ্ছে না৷ শহরের স্টিমার ঘাট রোড, সুভাষনগর, বনমালি সহ বিভিন্ন এলাকায় ঝুলনযাত্রা অনুষ্ঠিত হচ্ছে৷ সোমবার ভোর রাতে শেষ হবে ঝুলনযাত্রা৷