Barak Valley

হাইলাকান্দির ১৯টি হাসপাতালে স্বাস্থ্যসেবা উৎসব সম্পন্ন

জনসংযোগ, হাইলাকান্দি : সারা রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও শনিবার ৬টি হাসপাতালে স্বাস্থ্যসেবা উৎসব সম্পন্ন হওয়ায় জেলার ১৯টি হাসপাতালের সব কয়টিতেই এই উৎসব সম্পন্ন হল৷ ৩ দিনব্যাপী এই উৎসবের প্রথমদিনে বৃহস্পতিবার জেলার ৭টি হাসপাতালে, শুক্রবার ৬টি এবং শনিবার ৬টি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা মান মূল্যায়ন করা হয়৷

পুলিশ সুপার নবনীত মোহন্ত ঘাড়মুড়া, কাটলিছড়া এবং কালিনগর হাসপাতালের external evaluator হিসাবে শনিবার উপস্থিত ছিলেন৷ রাজ্যের পরিবেশ ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কিমনেই চাংশন শনিবার চিপরসাঙ্গন হাসপাতালের মূল্যায়ন করেন৷ জেলায় ৩ দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন বিভাগের ৬ জন আধিকারিক internal assessor হিসাবে হাসপাতালগুলির মূল্যায়ন করেন৷

উল্লেখিত, রোগীদের সুরক্ষিত ও গুণগত মানসম্পন্ন, কার্যকরী ও উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা প্রদান সুনিশ্চিত করার জন্য এই স্বাস্থ্যসেবা উৎসব আয়োজন করা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button