Barak Valley

পাঞ্চজন্য সংস্থার বার্ষিক মুখপত্র উন্মোচন

শ্রীভূমি, ১৪ সেপ্টেম্বর: ‘পাঞ্চজন্য’ (সাহিত্য আড্ডা) সংস্থার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হল শ্রীভূমি জেলার এক বিবাহ ভবনে। অনুষ্ঠানে ওই সংস্থাটির বার্ষিক মুখপত্র ‘আরশি-৫’ এর উন্মোচন হয়। রমলা চক্রবর্তীর পৌরোহিত্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। ওইদিন সকালে আবহাওয়া অনুকূল না হওয়ায় অনুষ্ঠান শুরু হতে সামান্য দেরি হলেও পরে সব সদস্য এবং বিশেষ করে কচিকাঁচাদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও শ্রুতিনাটকের সফল উপস্থাপন অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা এনে দেয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ আগস্ট কোভিড-১৯-এর ভয়াবহ সময়ে এই সংস্থার জন্ম হয়। সুস্থ সাংস্কৃতিক আবহে মানুষের মনোবল অটুট রাখা ছিল এর মূল উদ্দেশ্য। পাঞ্চজন্যের পঞ্চম বর্ষপূর্তি এবং সফল বার্ষিক অনুষ্ঠানের জন্য পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এই সংস্থার কর্ণধার শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সহ-কর্ণধার ধ্রুবজ্যোতি ঘোষ।

Show More

Related Articles

Back to top button