Barak Valley
পাথারকান্দিতে বাজেয়াপ্তকৃত কয়েক টন বার্মিজ সুপারি পুড়িয়েছে প্রশাসন

পাথারকান্দি : কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বিকাল তিনটে নাগাদ পাথারকান্দি বাইপাস সড়ক সংলগ্ন স্থানে বিগত দিনে পুলিশের হাতে বাজেয়াপ্তকৃত বেশ কয়েক টন বার্মিজ সুপারি পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সার্কল অফিসার, পাথারকান্দি থানার ওসি সহ প্রশাসনিক দলের উপস্থিতিতে বার্মিজ সুপারিগুলো জেসিবি সহযোগে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মোট কত টন বার্মিজ সুপারি আজ পুড়িয়ে ভস্ম করা হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য পুলিশের কাছে পাওয়া যায়নি।