Barak ValleyEducation

পাথারকা‌ন্দির প্রণবানন্দ বিদ্যাম‌ন্দি‌রে শুরু গীতাপা‌ঠের ক্লাস

পাথারকা‌ন্দি, ৩০ এপ্রিল : ভারত সেবাশ্রম সংঘ প‌রিচা‌লিত পাথারকান্দির প্রণবানন্দ বিদ্যামন্দিরে শুরু হয়েছে গীতা পাঠের ক্লাস। গীতা পাঠের ক্লাস হবে মাসের প্রতি শনিবার।

শনিবার আনুষ্ঠানিকভাবে বেদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে গীতা পাঠ ক্লাসের শুভ সূচনা করেন পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ জগদীশ সিনহা। আয়োজিত অনুষ্ঠানে বেশ কয়েকজন ছাত্রছাত্রীর উপস্থিতিতে জগদীশ সিনহা বলেন, নিয়মিত গীতা পাঠ করলে মনের সমস্ত পাপ ধুয়ে যায়। প‌বিত্রতার পরশ লা‌গে অঙ্গে। মন তৃপ্ত হয়। তাই প্রত্যহ গীতা পাঠের পাশাপাশি এই ধর্মীয় গ্রন্থ অধ্যয়নের জন্য তি‌নি প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি আহ্বান জানান।

এর আগে স্বাগত বক্তব্যে স্কুলের পক্ষ থেকে দীপক দাস বলেন, এখন থেকে এই বিদ্যামন্দিরে সপ্তাহের প্রতি শনিবার ৪৫ মিনিট গীতা পা‌ঠের ক্লাস চল‌বে। ক্লাস নেবেন ম‌ডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ জগদীশ স্যার।

এদিন বিদ্যামন্দিরে উপস্থিত হ‌য়ে টেট শিক্ষক তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বযংসেবক রাজন দাস পড়ুয়া‌দের ম‌ধ্যে ২০০টি গীতা দান করেন। এদিনের অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশচন্দ্র নাগ, প্রদীপ দেব, অধ্যক্ষা পিংকি সিনহা, অমিতাভ দাস, অরূপ রায়, বিজয় ধর সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

Show More

Related Articles

Back to top button