যৌন হেনস্তা : ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, আটক গাড়ি চালক

পাথারকান্দি ও লোয়াইরপোয়া, ২০ মে : অ্যাপিতে চেপে স্কুলে যাওয়ার পথে চালকের হাতে যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বৈঠাখালের এক নাবালিকা স্কুল পড়ুয়াকে। নিজের সভ্রম রক্ষা করতে ভুক্তভোগী নাবালিকা পড়ুয়া চলন্ত গাড়ি থেকে সড়কে মরণঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিত্সাধীন। বৃহস্পতিবার সংগঠিত ঘটনার পর আজ শনিবার অভিযুক্ত অ্যাপি চালক ইউসুফ আলিকে স্থানীয় জনতা পাকড়াও করে পাথারকান্দি থানায় সমঝে দিয়েছেন।
সংগঠিত ঘটনাটি চাউর হলে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে পুলিশকে বিষয়টি অবগত করেন স্থানীয়রা। এদিকে এ ঘটনার একদিনের মাথায় অভিযুক্ত চালকটি নিজের তিন চাকার অ্যাপি নিয়ে আজ শনিবার ফের বৈঠাখাল এলাকায় আসলে তাকে শনাক্ত করে স্থানীয়রা পাকড়াও করে বেঁধে রাখেন। দেওয়া হয় কিছু উত্তম-মধ্যমও। ইত্যবসরে খবর দেওয়া হয় পাথারকান্দি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
পাথারকান্দি থানা এলাকার আসিমগঞ্জের ঘোলঘরি গ্রামের বাসিন্দা ধৃত অ্যাপি চালক ইউসুফ আলি পুলিশের জিম্মায় রয়েছে। তার বিরুদ্ধে থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন লাঞ্ছিতা ছাত্রীর অভিভাবক।
ঘটনা সম্পর্কে বৈঠাখাল এমই স্কুলের প্রধানশিক্ষক বাপন দেব, স্কুল পরিচালন সমিতির সভাপতি বিধু চন্দ সহ অন্যরা জানান, গত বৃহস্পতিবার হরিবাসর এলাকার সুস্মিতা ভিমসৌরা নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী ইউসুফের অ্যাপিতে চেপে স্কুলে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। ওই গাড়িতে অন্য কয়েকজ যাত্রী থাকলেও তারা মাঝপথে নেমে যান। যাত্রীশূন্যতার সুযোগে লম্পট অ্যাপি চালকটি সামনের আসনে একা বসা ছাত্রীটির শরীরে হাত দিয়ে অশালীন আচরণ করতে শুরু করে। ছাত্রীটি চালককে বাধা দিলেও সে ক্ষান্ত হয়নি। পরে নাবালিকাটি নিজের সভ্রম রক্ষার্থে চলন্ত অ্যাাপি থেকে ঝাঁপ দিয়ে সড়কে লুটিয়ে পড়ে আহত হয়।
ঘটনার পর অ্যাপি নিয়ে চালক পালিয়ে যায়। পরে আহত ছাত্রীটিকে স্থানীয়রা উদ্ধার করে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করেন। বর্তমানে সে চিকিত্সকদের পরামর্শে বাড়িতে চিকিত্সাধীন।
এ ঘটনার সঙ্গে জড়িত অ্যাপি চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় জনগণ সহ হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা।
এদিকে পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর সমরজিত্ বসুমতারি জানান, ধৃতকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট বা পোকসো আইনের ধারা বলে মামলা রজু করা হয়েছে। আগামীকাল রবিবার তাকে করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে, জানান ওসি বসুমতারি।