Barak Valley

পাথারকান্দি থানা এলাকায় ১৪৪ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট রবিবার রাতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে এক আদেশ জারি করে পাথারকান্দি পুলিশ স্টেশন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন৷

আদেশে বলা হয়েছে পাথারকান্দির সার্কল অফিসারের রিপোর্টে জানানো হয়েছে পাথারকান্দি পুলিশ স্টেশন এলাকায় শান্তি ও আইন–শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জনমনে শান্তি-সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুচারু রাখতে তাৎক্ষণিক প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে পাথারকান্দি পুলিশ স্টেশন এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছেন৷ পাশাপাশি এই আদেশে বনধ, রেলি, ধরণা প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ৷ আদেশে কোনও ধরনের অস্ত্র, বিস্ফোরক সামগ্রী বা অন্য কোন আপত্তিকর সামগ্রী বহন করা নিষিদ্ধ হয়েছে৷ পাশাপাশি এতে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি ও অবৈধ যানবাহনের যত্রতত্র পার্কিং নিষিদ্ধ থাকছে৷

এছাড়া লাইড স্পিকার ও উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার এবং সামাজিক মাধ্যমে কোনও ধরনের গুজব ছড়ানোও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ জনজীবনে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে৷ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় (১৮৮ ধারায়) ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Show More

Related Articles

Back to top button