Barak Valley
প্রেস ক্লাব করিমগঞ্জে পালিত প্রজাতন্ত্র দিবস

করিমগঞ্জ : গোটা দেশের সঙ্গে সংগতি রেখে শুক্রবার যথাযোগ্য মৰ্যাদায় ভারতের ৭৫-তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে প্রেস ক্লাব করিমগঞ্জ।
এ উপলক্ষ্যে এদিন সকালে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি মিহির দেবনাথ। সঙ্গে ছিলেন প্ৰেস ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।
প্ৰজাতন্ত্ৰ দিবসের তাত্পর্য সংবলিত সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছেন প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ ও সম্পাদক অরূপ রায়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম জাহির আব্বাস, হীরক দাস, সুদীপ দাস, জুলি দাস, তনুশ্রী রায়, প্রাক্তন পুর কমিশনার মঙ্গলা নন্দী, জুনিয়র সায়েন্স কলেজের শিক্ষক অপরূপ দাস, সুস্মিতা দাস প্রমুখ।