Barak Valley

পাথারকান্দি বিএসএফ ক্যাম্পাসে আগামী ৫ বছরের জন্য ফায়ারিং অভ্যাসের এলাকা চিহ্নিত

জনসংযোগ, করিমগঞ্জ, ২৭ সেপ্টেম্বর : রাজ্যের রাজনৈতিক (এ) বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিযোগে ১৯৩৮ সালের ফিল্ড ফায়ার অ্যান্ড আর্টিলারি প্রাকটিস আইনের ৯ নম্বর ধারার ১ নম্বর উপধারায় রাজ্য সরকার পাথারকান্দি বিএসএফ ক্যাম্পাসের প্রস্তাবিত এলাকায় আগামী ৫ বছরের জন্য ৭তম ব্যাটেলিয়ন বিএসএফের ফিল্ড ফায়ারিং ও আর্টিলারি অভ্যাসের এলাকা চিহ্নিত করেছেন। করিমগঞ্জ জেলার ওই এলাকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৫ বছরের জন্য ফায়ারিং রেঞ্জের পরিকাঠামো আবৃত, পুরোপুরি সুরক্ষিত এবং জনগণের জীবন ও সম্পত্তির জন্য কোন হুমকি থাকতে পারবে না। এই ফায়ারিং রেঞ্জ করিমগঞ্জ জেলার পাথারকান্দি রাজস্ব চক্রের প্রতাপগড় পরগনার দোহালিয়া হিল কিত্তে পূর্ব তাতিরবন্দ গ্রামের দোহালিয়া হিল কিত্তে পূর্ব তাতিরবন্দ, তাঁতির বন্দ ও পূর্বগুল মৌজার বরাদ্দকৃত ২৬১ বিঘা ১৪ কাঠা ১২ ছটাক জমিতে পাথারকান্দি দোহালিয়া বিএসএফ ক্যাম্পাসে অবস্থিত।

Show More

Related Articles

Back to top button