Barak Valley

পাথারকান্দি মাছ বাজারে উত্তেজনা, আহত ২০

পাঞ্চজন্য রায়, পাথারকান্দি, ২৩ অক্টোবর : পাথারকান্দির বিতর্কিত মাছবাজারের পুরোনো বিবাদকে কেন্দ্র করে সংঘটিত মারপিটে দুটি দলের প্রায় ২০ জন গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটজনক (অল্প-বিস্তর আহত ২) থাকায় তাদেরকে পাথারকান্দি সামুহিক হাসপাতাল থেকে (দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়ে) ৭ জনকে শ্রীভূমি জেলার সিভিল হাসপাতালে রেফার করা হয়। পরে তাদের ৫ জনকে শিলচরে মেডিক্যালে রেফার করা হয় বলে খবর পাওয়া গেছে।

মাছবাজারের ঘটনার বিবরণে জানা যায়, পাথারকান্দির মাছ বাজারের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠী মালিক পক্ষ ও মাছ বিক্রেতাদের মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টা নাগাদ বাজার চলাকালীন সময় ৭/৮ জনের এক দল আমির আলি, সিপার উদ্দিন, চালিক উদ্দিন, এনাম উদ্দিন, আলতাব হুসেন, ওয়াগনার গাড়ি নিয়ে আচমকা বাজারে প্রবেশ করে মাছ ব্যবসায়ীদের সঙ্গে বচসা শুরু করে৷ আচমকা বিবাদমান জমি নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটির পর শুরু হয় দা, ঝাটা ও তরোয়াল নিয়ে আক্রমণ ও পাল্টা আক্রমণ। এদের ঠেলা-ধাক্কায় পড়ে ৩ মহিলা ক্রেতাও জখম হয়েছেন বলে জানা গেছে৷

ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত স্থানীয়দের মতে, পরিস্থিতি তখন অত্যন্ত উত্তপ্ত ছিল। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন দেখা গেছে। এখনো পর্যন্ত সংঘর্ষের সঠিক কারণ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাজারের নিয়মিত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিবাদই এই সংঘর্ষের মূল কারণ হিসেবে কাজ করেছে।

মাছ কাটার দা দিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে দু-দলের ২০ জন গুরতর আহত হন। এদের মধ্যে রয়েছেন আমির আলি, সিপার উদ্দিন, চালিক উদ্দিন, এনাম উদ্দিন, আলতাব হুসেন, হবিব উদ্দিন, রুবেল আহমেদ, কবির উদ্দিন, মস্তু আলি মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, জাহেদ উদ্দিন, আছার উদ্দিন ও সুয়াব উদ্দিন নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি। ৩ জন আক্রমণকারীও আহত হয়েছেন৷ তাদের নামও জানা যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাথারকান্দি মাছ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের বিভিন্ন অংশে ডিউটি দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷

ব্যবসায়ীদের সবার বাড়ি বাজারঘাট এলাকায় বলে জানা যায়৷ বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ তদন্তে নামার খবর পাওয়া গেছে। বাজারের ব্যবসায়ীরা বলছেন, এমন ঘটনা পুনরায় ঘটলে বাজারের ব্যবসা প্রভাবিত হবে।

সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থল ও প্রশাসন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। পুরো ঘটনা নিয়ে থানায় কোন মামলাও দায়ের হয় নি৷

এদিকে হাসপাতালে আহতদের উত্তেজিত আত্মীয়স্বজন ভিড় করেন৷ পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়৷ গুরুতর আহতদের চিকিৎসা চলছে, এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সক্রিয় রয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

Show More

Related Articles

Back to top button