পিএম কিষান প্রকল্প বাস্তবায়নে করিমগঞ্জ জেলা জুড়ে বিশেষ সহায়তা শিবির

করিমগঞ্জ ও নিলামবাজার : জেলা প্রশাসন ও জেলা কৃষি অফিসের সহযোগিতায় পিএম কিষান প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য বুধবার থেকে করিমগঞ্জ জেলার একটি বিশেষ সহায়তা শিবির শুরু হয়েছে৷ জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই শিবিরগুলি অনুষ্ঠিত হচ্ছে৷ এই ক্যাম্পে E-KYC, ABPS, IPPB account খোলার মতো সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে৷ অতিরিক্ত জেলাশাসক (কৃষি) উদয়শঙ্কর দত্ত নিজেই বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত শিবিরে অংশ নিয়ে কৃষকদের এ কাজে সহায়তা করেছেন৷ জেলাশাসক মৃদুল যাদব নিজেও এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন৷ জেলা কৃষি বিভাগ, বিভিন্ন ব্যাঙ্কের কর্মকর্তা, CSC কেন্দ্রের কর্মচারীরা উপস্থিত রয়েছেন এবং কৃষকদের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন৷ এদিন সাদারাশি গ্রাম পঞ্চায়েত, সিংগারিয়া গ্রাম পঞ্চায়েত, সুভাষ নগর গ্রাম পঞ্চায়েত, বালিপিপলা গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে এই শিবির অনুষ্ঠিত হয়৷