Barak Valley

পিএম স্বনিধি প্রশংসা পুরষ্কার পেল করিমগঞ্জ পৌরসভা

করিমগঞ্জ : ভালো কাজের সুফল পেল করিমগঞ্জ পৌরসভা৷ প্রধানমন্ত্রী স্ব-নিধি প্রকল্প সঠিক বাস্তবায়নের জন্য রাজ্যের ১৪টি পৌরসভার সঙ্গে করিমগঞ্জ পৌরসভাও পুরষ্কৃত হল৷ গত মাসের ১৮ তারিখ আবাসন এবং নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রক পুরষ্কারের জন্য নির্বাচিত ১৪টি পৌরসভার নাম ঘোষণা করেছিল৷ সেই অনুযায়ী আজ গুয়াহাটির পাঞ্জাবাড়ির শ্রীমন্ত শঙ্করদের কলাক্ষেত্রের মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত পৌরসভার প্রতিনিধিদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়৷ পুরষ্কার তুলে দেন নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল৷

করিমগঞ্জ পৌরসভার পক্ষে পুরষ্কার গ্রহণ করেন উপ-পৌরপতি সুখেন্দু দাস৷ আবাসন এবং নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রকের অধীন আর্থিক অন্তর্ভুক্তি এবং স্ট্রিট ভেন্ডরদের ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে করিমগঞ্জ পৌরসভা৷ ফলে সরকারের তরফ থেকে পুরষ্কৃত করা হয় করিমগঞ্জ পৌরসভাকে৷ আবাসন এবং নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রকের অধীন আর্থিক অন্তর্ভুক্তি হচ্ছে আয়, সঞ্চয় বা অবস্থান-নির্বিশেষ সমাজের সবাইকে অর্থনৈতিক উপযোগিতা বৃদ্ধি করা৷ পাশাপাশি জাতীয় উন্নয়নেও ইতিবাচক প্রভাব রাখা৷ কেন্দ্র সরকার রাস্তার বিক্রেতাদের সাশ্রয়ী মূল্যে ঋণ দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছে৷ আবাসন এবং নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রকের অধীন এই প্রকল্প করিমগঞ্জে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য পৌরসভাকে পুরষ্কৃত করা হয়৷

পিএম স্বনিধি যোজনার পুরষ্কার গ্রহণ করে উপ-পৌরপতি সুখেন্দু দাস জানান, পুরষ্কার গ্রহণ করে খুবই ভালো লাগছে৷ টিম পৌরসভা ভালো কাজের জন্যই এই সফলতা এসেছে৷ আগামীদিনে পৌরসভার কাজকর্ম আরও ভালো করতে এই পুরষ্কার অনুপ্রেরণা যোগাবে৷ অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য করিমগঞ্জ পৌরসভাকে নির্বাচিত করায় আবাসন এবং নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ভূয়সী প্রশংসা করেন উপ-পৌরপতি সুখেন্দু দাস৷

Show More

Related Articles

Back to top button