Barak Valley

পুজোয় তিন শতাধিক মহিলাকে নতুন কাপড় দিল রাধারমণ সেবক সংঘ

শ্রীভূমি, ২৮ সেপ্টেম্বর : গ্রামাঞ্চলের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। বেকারত্বের পাশাপাশি আর্থিক অনটনে ভুগছেন সাধারণ মানুষ। তাদের কাছে পুজোর আনন্দ বলতে কিছু নেই।

তাই গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের প্রতি সম্মান জানিয়ে নিজেদের সেবামূলক কাজ অব্যাহত রেখেছেন শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউর শিষ্যরা।

এদিকে, এবার নতুন করে গঠিত ‘১০৮ শ্রী শ্রী রাধারমন সেবক সংস্থা’ প্রথমবারের মতো গ্রাম ও শহরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করে। গত ৪দিনে আসাইরঘাট, পাথারকান্দি, বারইগ্রাম, নিলামবাজার, সুপ্রাকান্দি, জবাইনপুর, শরিষা, সাদারাশি, লাতু, ফকিরাবাজার, দেওপুর, জিয়াধরা, কর্ণমধু, কাঠাখাল, কামালপুর, রানিবাড়ি, ধরোকোনা, কেশরকাপন, বটরশি এলাকায় বস্ত্র বিতরণ করা হয়।

রবিবার শ্রীভূমি শহরের ইন্দিরা কলোনি রোডে সর্বজনীন পুজো মণ্ডপ প্রাঙ্গণে নতুন কাপড় বণ্টন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীশ্রী গোপালজিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউর আশ্রমের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তরুণ চৌধুরী, পৃথ্বীশ রঞ্জন রায়, বাপ্পন পাল, সুখেশ মালাকার, দুলন দাস, রঞ্জিত দাস, অশোক দাস, ছানু দাস, সন্ধ্যা কর, সুমিতা রায়, মমিয়া পাল, রত্না মালাকার প্রমুখ। এবার সংস্থার সুচনা আগামী বছর এর পরিধি আরও বড় আকারে করা হবে বলে জানান সংস্থার পক্ষে বাপ্পন পাল।

Show More

Related Articles

Back to top button