Barak Valley

পুলিশ এনকাউন্টারে মৃত্যু হল জেল পলাতক হিফজুরের

শিলচর : পুলিশ এনকাউন্টারে মৃত্যু হল জেল পলাতক আসামি হিফজুরের৷ জেল থেকে পালিয়ে বাংলাদেশে চলে গিয়েছিল কুখ্যাত হিফজুর রহমান৷ ভাঙ্গার বহু চর্চিত নাজ এবং তুফাইল হত্যার আসামী জেল পলাতক হিফজুর রহমানকে এনকাউন্টারে খতম করল কাছাড় পুলিশ৷

গত ১১মে শিলচর সেন্ট্রাল জেল থেকে দীপু নুনিয়ার সঙ্গে পালিয়ে গিয়েছিল হিফজুর নামের এই কুখ্যাত অপরাধী৷ এরপর এতদিন এই দুই অপরাধী অধরাই ছিল৷ সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে হিফজুর মেঘালয় সীমান্ত দিয়ে বরাকে প্রবেশের চেষ্টা চালায়৷ কাছাড় পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল৷ এক বিশেষ পুলিশের টিম মঙ্গলবার ভোর ৩টায় অসম-মেঘালয় সীমান্ত মালিডহর এলাকায় হিফজুরকে পুলিশ একটি ম্যাক্সি ক্যাব থেকে আটক করে৷ এরপর তাকে নিয়ে শিলচর আসার পথে বুরঙ্গা প্রথম খন্ডে প্রকৃতির ডাকে গাড়িটি কিছুক্ষণ থামাতে বলে৷ পুলিশ গাড়ি থামালে সেখান থেকে প্রথমে পালিয়ে যেতে চায়৷ পুলিশ বারবার আটকানোর চেষ্টা করলেও একসময় কুখ্যাত এই খুনি পুলিশের উপর আক্রমণ চালায়৷ শেষে পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি চালায়৷ তবে এই ঘটনায় দু’জন পুলিশও আহত হয়ে শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন৷ আহত হিফজুরকে মেডিক্যালে ভর্তি করার ২ ঘন্টা পর মৃত্যু ঘটে৷ সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার নুমাল মাহাতো৷ তিনি আরও জানান, এ সংক্রান্ত বিষয়ে কাছাড় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে৷

উল্লেখ্য, করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকার নাজ ও তার পিতা তোফায়েল সহ বেশ কয়েকটি হত্যাকান্ডে জড়িত এই হিফজুর৷ এক সময় মধ্য বরাকের ত্রাস ছিল এই লোকটি৷ পুলিশ তাকে গ্রেফতার করলে আদালত যাবজ্জীবনের সাজা শোনায়৷

Show More

Related Articles

Back to top button