পূজো উপলক্ষে জেলা প্রশাসনের সভা

আসন্ন দুর্গাপূজা উৎসব করিমগঞ্জ জেলায় আনন্দের সহিত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার উদ্দেশ্যে আজ ২৪শে সেপ্টেম্বর, মঙ্গলবার করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলাশাসক প্রদীপ কুমার দিবেদী মহাশয়ের সভাপতিত্বে এক প্রশাসনিক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। পূজার দিনগুলিতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এইদিকে খেয়াল রেখে আজকের বৈঠকে জেলাশাসক সহ প্রতিজন বক্তা পূজা কমিটির উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেন। পুজার দিনগুলিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ০৩৮৪৩২৬৫১৪৪ এই কন্ট্রোল রুম নাম্বারটি কার্যকরী থাকবে এছাড়াও আইনশৃঙ্খলা ও অন্যান্য যেকোনো ধরনের পরিস্থিতিতে যোগাযোগের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক ভাবে ৮০৯৯৬৬২২৭৫ এই কন্ট্রোল রুম নাম্বারটি কার্যকরি থাকবে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, ডিডিসি দীপক জিডুং, করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, এডিসি ধ্রুবজ্যোতি দেব, এডিসি আনিস রসুল মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, করিমগঞ্জ সদরের এসডিও দেবাশিস বরা, নিলাম বাজারের সার্কল অফিসার জনাথন ভাইপেই, বদরপুরের সার্কেল অফিসার কিমনেইনেম চাংসান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিয়াঙ্কা ইয়ুমনাম, জেলার বিভিন্ন সংবাদকর্মী সহ জেলার বিভিন্ন পূজা কমিটির সদস্যরা।