Barak Valley

পোষণ মাসে বিভাগীয় দক্ষ পরিষেবা ট্রেনিং

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ সেপ্টেম্বর: হাইলাকান্দিতে বুধবার সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস এর থিম -৬এর অধীনে উন্নত শাসন, স্বচ্ছতা এবং দক্ষ পরিষেবা সরবরাহের জন্য প্রযুক্তি সংক্রান্ত একটি প্রশিক্ষণ এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে কেপিআই এস এবং POSHAN অ্যাপের সমস্যা সমাধানের বিষয়ে খোলা আলোচনা ডিপিএমইউ, পোষণ অভিযান, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ, হাইলাকান্দি ডিএসডব্লিউও-এর অফিস কনফারেন্স রুমে ড্যাশবোর্ড, ইত্যাদি নিয়ে আলোচনা হয়। পোষান অভিযানের জেলা সমন্বয়কারী রজত চক্রবর্তী এবং ন্যাসকম ফাউন্ডেশনের প্রজেক্ট ফিল্ড অফিসার ইমদাদুল ইসলাম বড়ভূইয়া এই ট্রেনিং পরিচালনা করেন। হাইলাকান্দি জেলার মোট ৫৫ জন কর্মকর্তা এবং সুপারভাইজার মিটিংয়ে প্রশিক্ষিত নেন। এতে ডিজিটাল লিটারেসি এবং পোষণ ট্র্যাকারের ক্ষেত্রে জেলার ১০০ অগ্রগতি অর্জন করেছে বলে জানানো হয়। ট্রেনিং এ যেসব এজেন্ডা কভার করা হয় তার মধ্যে রয়েছে POSHAN ট্র্যাকার অ্যাপের KPI তে ওরিয়েন্টেশ সেশন, পোশন ট্র্যাকার অ্যাপের ড্যাশবোর্ডে রিফ্রেশার প্রশিক্ষণ, পোশন ট্র্যাকার অ্যাপে ডেটা এন্ট্রির উপর রিফ্রেশার প্রশিক্ষণ এবং সম্পূর্নতা অভিযানের উপর ওরিয়েন্টেশন সেশন। মাসিক জেলা পর্যায়ের মনিটরিং এবং মূল্যায়ন রিপোর্টের উপর ওরিয়েন্টেশন ও এতে অনুষ্ঠিত হয়।

এছাড়া এতে ডিজিটাল সাক্ষরতার আওতায় অভিজ্ঞ কম্পিউটারের বেসিক ফোনের বেসিক ইন্টারনেট সোশ্যাল মিডিয়া কনফারেন্সিং সাইবার নিরাপত্তা ইত্যাদি সম্পর্কে ও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আগ্রিম শিক্ষানবিস ই-গভর্নেন্স, দক্ষতা ইমেইল এমএস অফিসই-গভর্ন্যান্স সোশ্যাল মিডিয়া এআই এবং অ্যাপ্লিকেশন সাইবার নিরাপত্তা ইত্যাদি সম্পর্কেও আলোচনা করা হয়। সমগ্র প্রশিক্ষণটি লালার সিবিডিও উদ্ধব বর্দোলোই এর তত্ত্বাবধানে পরিচালিত হয় । এতে প্রশিক্ষণার্থীর কাছ থেকে প্রি-টেস্ট এবং পোস্ট-টেস্টও নেওয়া হয়৷ দিনব্যাপী সেশনটি সফলভাবে সম্পন্ন করার জন্য, জেলা সমাজ কল্যাণ আধিকারিক কবিন্দ্র ওয়ারিসা, হাইলাকান্দি সকল প্রশিক্ষণার্থীকে ধন্যবাদ জানান। তিনি সুপারভাইজার এর মাধ্যমেএই গুরুত্বপূর্ণ অধিবেশনটি অঙ্গনাদি কর্মীদের স্তরে নিয়ে যেতে বলেন।

Show More

Related Articles

Back to top button