প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করিমগঞ্জের বাজারিছড়া এলাকা

বাজারিছড়া, ২৭ মে : শুক্রবার শেষ রাতে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়ার উপর দিয়ে প্রবাহিত ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি ঘরবাড়ি, দোকানপাট ভূপতিত হয়েছে।
ওই দিন রাত দেড়টা নাগাদ মাত্র ২০-২৫ মিনিটের ঘূর্ণিঝড়ে বাজারিছড়ার প্রায় দশটি দোকান এবং পাঁচটি বসতগৃহ ভূপতিত হয়েছে। ঝড়ের গতি এতই প্রবল ছিল যে এক মানুষের ঘরের টিনের ছাউনি উড়িয়ে বহু দূরে ফেলে দিয়েছে। তাছাড়া বড় বড় গাছ-গাছালি ভেঙে তছনছ করার পাশাপাশি বিদ্যুত্ পরিবাহী তার ও খুঁটি উপড়ে ফেলেছে। ঝড়ের কবলে পড়ে বাজারিছড়া সরকারি হসপাতালের বাউন্ডারি ওয়ালও ভেঙে পড়েছে। এদিকে বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে গোটা এলাকা অন্ধকারে ডুবে আছে।
প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়ে শনিবার সকাল খেকে পাথারকান্দি রাজস্ব সার্কলের আমিন কানুঙ্গরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তাঁর ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করছেন বলে খবর পাওয়া গেছে।