Barak ValleyEntertainment

প্রতীক্ষার অবসান, পরন দ্য ব্যলেশপ-র ৫ দিবসীয় কত্থক নৃত্য কর্মশালা শুরু

এতোদিনের প্রতীক্ষার শেষে গতকাল শুরু হয়ে গেল পরণ, দ্য ব্যলেশপ এর কত্থক নৃত্য কর্মশালা। শুরু হয়ে গেল পরণ, দ্য ব্যলেশপ এর পঞ্চদিবসীয় কত্থক নৃত্য কর্মশালা।

এক ভাবগম্ভীর পরিবেশে স্তোত্রপাঠ ও ব্রহ্ম সংগীতের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন স্বামী রামভদ্রানন্দজী মহারাজ,বিদুষী দূর্গা আর্য়া, গুরু দেবতোষ নাথ, অনুরেখা ঘোষ, সুলেখা দত্তচৌধুরী, মাধুরী পোদ্দার, অঞ্জন গোস্বামী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতগুরুদ্বয় শাশ্বতী ভট্টাচার্য ও কবিতা রায়।
ছিলেন বিশিষ্ট তবলাবাদক জগন্নাথ দেব।

এরপর একে একে চলতে থাকে সারগর্ভ বক্তৃতা ও বিভিন্ন দলের কত্থক নৃত্য। এক একটি দলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের নতুন বোলবানী সঙ্গে পঢ়ন্ত করিয়ে বিদুষী দূর্গা আর্য়াজী কর্মশালার গোড়াপত্তন করেন।

Show More

Related Articles

Back to top button