Barak Valley

প্রয়াত করিমগঞ্জের বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শান্তনু দাস

করিমগঞ্জ, ১১ এপ্রিল : করিমগঞ্জ জেলার বিশিষ্ট প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. শান্তনু দাস আর নেই। আজ মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ করিমগঞ্জ সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। রেখে গেছেন শিশু বিশেষজ্ঞ-স্ত্রী ডা. শেওয়ালি কলিতা দাস, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধকে।

যে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই করিমগঞ্জ সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন বিশিষ্ট প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিত্‍সক ডা. শান্তনু দাস। বেশ কিছুদিন থেকে তিনি লিভার, কিডনি ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। রবিবার রাতে হঠাত্‍ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ভরতি করা হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে।

চিকিত্‍সাধীন অবস্থায় আজ সকালে হাসপাতালের বেডেই শেষ নিঃশ্বাস ছাড়েন শান্তনু দাস। বারইগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে করিমগঞ্জ কলেজে বিজ্ঞান বিষয়ে স্নাতকে ভর্তি হন তিনি। পরবর্তীতে শিলচর মেডিক্যাল কলেজ থেকে প্রসূতি ও স্ত্রী রোগ চিকিত্‍সা বিষয়ে ডিগ্রি নিয়ে প্রথমে করিমগঞ্জের রেডক্রস হাসপাতালে কর্মজীবন শুরু করেন ডা. দাস। এর পর যোগ দেন করিমগঞ্জের সরকারি সিভিল হাসপাতালে। আজ মঙ্গলবার বিকেলে বহুজনের উপস্থিতিতে করিমগঞ্জ শহরে ব্রজেন্দ্র রোডের শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

Show More

Related Articles

Back to top button