Barak Valley
মঙ্গলবার হাইলাকান্দিতে আয়ুষ্মান কার্ড বন্টন

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ জুন : হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া মঙ্গলবার হাইলাকান্দিতে আয়ুষ্মান কার্ড বন্টনের সূচনা করবেন। বেলা দুইটায় জেলাশাসকের সভাকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত হিতাধিকারীদের হাতে এই কার্ডগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন অবিভাবক মন্ত্রী।