প্রয়াত জুবিন গার্গকে শ্রীভূমি জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

জনসংযোগ, শ্রীভূমি, ২০ সেপ্টেম্বর : আসামের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, চলচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত জুবিন গার্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার শ্রীভূমি জেলা প্রশাসন থেকে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ ডিডিসি দীপক জিডুং, এডিসি নিলোৎপল পাঠক, উদয় শঙ্কর দত্ত, অমৃত প্রভা দাস অন্যান্য প্রশাসনিক আধিকারিক জেলা আয়ুক্ত কার্যালয়ের সর্বস্তরের কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এতে উপস্থিত হয়ে জুবিন গার্গের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সভায় জেলা আয়ুক্ত জুবিন গার্গের মৃত্যুতে সঙ্গীত জগতের নক্ষত্র পতন হয়েছে বলে উল্লেখ করেন। তিনি জুবিন গার্গকে এক পবিত্র ও খোলা মনের মানুষ হিসেবে আখ্যায়িত করে জানান যে তিনি তার মধুর কন্ঠ ও সর্বস্তরের মানুষের প্রতি ভালবাসার জন্য সর্বদা মানুষের মনের মধ্যে বেচে থাকবেন। অনুষ্ঠানে বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দুই মিনিট নিরবতা পালন করা হয়।
এদিকে রাজ্য সরকার থেকে প্রয়াত জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর সমগ্র রাজ্যে তিন দিনের রাষ্টীয় শোক ঘোষণা করা হয়েছে। ওই তিন দিন সব ধরণের বিনোদনমূলক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে চলতে থাকা স্বাস্থ্য শিবির, নিক্ষয় মিত্র ও বৃক্ষ রোপণ কার্যসূচি যথারীতি চলবে বলে এক সরকারি বার্তায় জানানে হয়েছে।