Barak Valley

প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে ভক্ত সমাগম, রাধারমণ গোস্বামী জিউর তিরোধান উৎসব উদযাপন বারইগ্রামে

বারইগ্রাম : প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে প্রভুপাদ শ্রীমদ শ্রীশ্রী ১০৮ রাধারমণ গোস্বামী জিউর তিরোধান তিথি উদযাপনে ভক্ত সমাগম হয় বারইগ্রামে৷ গোপাল জিউ, রাধাবিনোদ জিউ ও রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে প্রভুপাদের তিরোধান তিথি উপলক্ষে নানা কর্মসূচি নির্ধারিত হয়েছিল৷

২০ জুন শুভ অধিবাস নানা কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন হয়৷ ২১ জুন ছিল প্রভুপাদের তিরোধানের মূল উৎসব৷ এদিন অষ্টপ্রহর নামকীর্তন হয়৷ দিনরাত বিভিন্ন কীর্তনীয়া দলের নাম কীর্তন, গুরুপূজার পর অঞ্জলি প্রদান এবং মহাপ্রসাদ বিতরণ৷ সন্ধ্যায় নানা সঙ্গীতের মাধ্যমে প্রভুর সমবেত উপাসনা৷ ২২ জুন নন্দোৎসব৷ সকালে নগর পরিক্রমা এবং নন্দোৎসবের মহাপ্রসাদ বিতরণ৷

আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক জানান, এবার উৎসবে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার ভক্ত সমাগম ছিল দেখার মতো৷ ভক্তের সংখ্যা আশা থেকে অনেক বেশি হয়েছে৷ করিমগঞ্জ সহ বরাক উপত্যকা, অসমের নানা এলাকা এবং ত্রিপুরা থেকে ভক্তের সমাগম ঘটে৷

উৎসব পরিচালন সমিতির সভাপতি, সম্পাদক বলেন, এবার আগে থেকেই আমরা নিয়ম-শৃঙ্খলার উপর বিশেষ পদক্ষেপ নিয়েছি৷ বিশেষ করে মহাপ্রসাদ বিতরণ পর্বে এবার পুরুষ-মহিলার পৃথক পৃথক ভাবে ব্যবস্থা করা হয়েছে৷ ফলে গোটা উৎসবপর্ব সুন্দর সুষ্ঠভাবে সম্পন্ন হয়৷

এবার ৫টি দল হরিনাম সংকীর্তন পরিবেশন করে৷ “গোপাল বাবাজী সম্প্রদায়, ভক্তি বিলাশ সম্প্রদায় ,প্রাণ গোবিন্দ সম্প্রদায় ,বাকে বিহারি সম্প্রদায়, শিবশক্তি সম্প্রদায় ।

আশ্রম কমিটির পক্ষে সভাপতি জানান, প্রভুর এই উৎসবে প্রায় শতাধিক ভক্ত দীক্ষাগ্রহণ করেন৷ দীক্ষা দেন আশ্রমের প্রধান সেবাইত প্রণবানন্দ দাস বাবাজি৷ ৩ দিনের উৎসব শেষ হবে বৃহস্পতিবার৷ এদিন প্রভুপাদের বিগ্রহ সহকারে নগর পরিক্রমা ও হরিনাম যজ্ঞের সমাপন ও দধি ভঞ্জন, মহন্ত বিদায়৷

Show More

Related Articles

Back to top button