Barak Valley
আজ থেকে করিমগঞ্জে অসমী বহাগী মেলা

জনসংযোগ, করিমগঞ্জ : রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের করিমগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১০-১২ এপ্রিল অর্থাৎ সোম-বুধবার করিমগঞ্জে অসমী বহাগী মেলা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে৷ করিমগঞ্জ জেলার আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করতে করিমগঞ্জের স্টিমারঘাট গোদাম প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে৷ এতে সোমবার দুপুর ১২টায় স্টিমারঘাট গোদাম প্রাঙ্গণে এই মেলা সূচনা করা হবে বলে করিমগঞ্জের জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প সঞ্চালক জানিয়েছেন৷ এতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে৷