Barak Valley
হাইলাকান্দিতে যুব উৎসব পিছিয়ে ১৪ ডিসেম্বর

জনসংযোগ, হাইলাকান্দি, ৮ ডিসেম্বর : হাইলাকান্দির কালিনগরের অন্নদাচরণ গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলে যে যুব উৎসব জেলা পর্যায়ের আয়োজন করা হবে তার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর বেলা ১টা থেকে এই যুব উৎসব অনুষ্ঠিত হবে।
পূর্বের কার্যসূচি অনুসারে আগামী ১১ ডিসেম্বর এই যুব উৎসব অনুষ্ঠিত হবার কথা ছিল। হাইলাকান্দির জেলা ক্রীড়া আধিকারিক শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই যুব উৎসব পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এতে তিনি আরো জানিয়েছেন যে এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকারী বিজয়ীরা রাজ্য পর্যায়ের যুব উৎসব প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
জেলাস্তরের এই যুব উৎসব প্রতিযোগিতায় অংশ নিতে বিশদ বিবরণের জন্য হাইলাকান্দির জেলা ক্রীড়া সংস্থার মাঠে অবস্থিত জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে।