প্রোফাইলে উঁকি মারলেই চলে যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট! গোটা ফেসবুক জুড়ে হট্টগোল

গুয়াহাটি : ফেসবুকে গতকাল সন্ধ্যা থেকে তীব্র হাহাকার শুরু হয়। পোস্টে ভরে যায় সোশ্যাল মিডিয়া। এই সমস্যায় প্রায় সবাই পড়েছেন। ফেসবুকে কারো প্রোফাইল ভিজিট করলেই চলে যাচ্ছে রিকোয়েস্ট। দুমদাম এমন হতেই থাকে। মনে হয় কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অনেকে সুইচ অফ করে অন করছেন, ভাবছেন হয়তো নিজের কিছু সমস্যা।
কিন্তু একে একে পোস্ট শেয়ার হতে থাকে এবং দেখা যায় সবাআ এই সমস্যার মুখোমুখি হয়েছেন। এ নিয়ে মিমও হতে থাকে। অনেকে মজা করেই বলছেন, এক্সের প্রোফাইল এই সময় যেন ভুলেও ভিজিট করবেন না, সম্মানের বারোটা বেজে যাবে!
শুক্রবার সন্ধ্যা থেকে ফেসবুক গ্রাহকরা সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে প্রচুর অভিযোগ করতে থাকেন। এই বিষয়টি নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমও খবর করে।
পরে জানা যায়, এই সমস্যা শুধুমাত্র ভারতীয় গ্রাহকরা নন, বিভিন্ন দেশের ফেসবুক গ্রাহকরাও এমন অভিযোগ করতে থাকেন। অনেকে বিষয়টিকে ‘ফেসবুক বাগ’ বলেন।
তবে কী কারণ এই সমস্যা তৈরি হয়েছিল তা জানা যায়নি। কিছু সময় পর অবশ্য মোটামুটি ঠিক হয়ে যায়।