Barak Valley

ফের গাঁজা উদ্ধার বদরপুরে

বদরপুর : ফের বদরপুর জিআরপি-র তৎপরতায় হাতে ধরা পড়লো বিপুল পরিমাণ নেশা জাতীয় দ্রব্য৷ বিশেষ সূত্রের ভিত্তিতে চালানো এক অভিযানে এই নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয় বদরপুর জিআরপি৷

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বদরপুর স্টেশন থেকে বৃহৎ পরিমাণ গাঁজা উদ্ধার করে তারা৷ বহিঃরাজ্যে পাচারের পথে আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ওই বৃহৎ পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়৷ তবে কাউকে আটক করতে পারেনি৷ উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১৪ কেজি হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ যার বাজারমূল্য লক্ষাধিক টাকা৷ এদিকে, বদরপুর জিআরপির এ ধরনের সাফল্যে খুশি ব্যক্ত করেছে সচেতন মহল৷

Show More

Related Articles

Back to top button