Barak Valley

বজরং দল দক্ষিণ অসম প্রান্তের শৌর্য প্রশিক্ষণ বর্গের সূচনা মাধবধামে

করিমগঞ্জ : বজরং দলের কাজকে সমাজের সর্বস্তরের যুব সমাজের মধ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন ত্যাগব্রতী আদর্শনিষ্ঠা কার্যকর্তা৷ যার দ্বারা দিগভ্রান্ত যুবসমাজকে সংগঠিত করে ভারতমাতাকে পরম বৈভবশালী করা সম্ভব হবে৷ এই উদ্দেশ্যকে সফল করার জন্য শনিবার থেকে শ্রীগৌরীস্থিত মাধবধাম বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম আয়াম বজরং দলের দক্ষিণ অসম প্রান্তের ৭ দিনের শৌর্য প্রশিক্ষণ বর্গের সূচনা হয়৷ এদিন সন্ধ্যায় পরিষদের দক্ষিণ-অসম প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, গুয়াহাটি ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল প্রদীপ প্রচলন করে এর সূচনা করেন৷ এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ অসম প্রান্ত সম্পাদক সমীর দাস, বজরং দল গুয়াহাটি ক্ষেত্র সংযোজক বিশ্বদীপ ভট্টাচার্য, প্রান্ত সংযোজক প্রীতম দাস, শিলচর বিভাগ সংগঠন মন্ত্রী অমলেন্দু দাস প্রমুখ৷ এদিন থেকে শুরু হওয়া প্রশিক্ষণ বর্গের বজরং দলের শিলচর বিভাগ থেকে ৪৮ জন, কর্মকুঞ্জ বিভাগ থেকে ৩৪ জন, ডিমা হাসাও থেকে ০২ জন নিয়ে সর্বমোট ৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন৷ আগামী ১৩ জুলাই বজরং দলের শৌর্য প্রশিক্ষণ বর্গের সমারোপ হবে৷

Show More

Related Articles

Back to top button