Barak Valley
বজ্রপাতে ২টি গরুর মৃত্যু, আহত ৫

বাজারিছড়া, ২৩ এপ্রিল : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ার ছবড়িতে কালবৈশাখীর বজ্রপাতে এক জোড়া হালের বলদের মর্মান্তিক মৃত্যু র পাশাপাশি আরও পাঁচটি গরু গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দি বিধানসভা এলকাধীন লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের বাজারিছড়া থানা এলাকার বড় ছবড়িতে।
আজ রবিবার সকাল ১১টা নাগাদ হঠাত্ করে স্থানীয় কৃষক আব্দুল মালিকের বাড়িতে বিকট শব্দে বজ্রপাত হলে তার গোয়াল ঘরের দুটি হালের বলদের অকুস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। সঙ্গে আহত হয়েছে আরও পাঁচটি গরু। আহত গরুগুলিকে বাড়িতে রেখে চিকিত্সা চলছে। বজ্রপাতের ফলে কৃষক আব্দুলের গোয়াল ঘরে আগুন লেগে যায়। এতে তাঁর ব্যা পক ক্ষয়ক্ষতি হয়েছে।