Barak Valley

বদরপুরে দেড় কোটি টাকার বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, গ্রেফতার এক

বদরপুর : বরাক উপত্যকায় বার্মিজ সুপারির রমরমা বাণিজ্য অব্যাহত রয়েছে। এবার বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্রায় দেড় কোটি টাকার বার্মিজ সুপারি। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে আজ শনিবার অভিযানে নামে ১৭০ ব্যাটালিয়নের বিএসএফ ও বদরপুর থানার পুলিশ। হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্তবর্তী কাটলিছড়া হয়ে পাচারের পথে করিমগঞ্জ জেলার বদরপুরঘাটে আটক করা হয় এনএল ০১ এডি ৮৯৩৮ নম্বরের বার্মিজ সুপারি বোঝাই একটি ১৪ চাকার লরি। লরি থেকে অভিযানকারী দল উদ্ধার করে ৩৩৫ বস্তায় ১৭ টন বার্মিজ সুপারি। উদ্ধারকৃত বার্মিজ সুপারিগুলির বাজারমূল্য কমপক্ষে দেড় কোটি টাকা হবে বলে বিএসএফ-সূত্র জানিয়েছে। অবৈধভাবে বার্মিজ সুপারি পাচারের অবিযোগে গ্রেফতার করা হয়েছে লরির সহ-চালককে।

বদরপুরঘাট এলাকায় যৌথবাহিনী লরিটির গতিরোধ করলেও চোখের নিমিষে চালক পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। তবে কালাইন সুন্দরা এলাকার বাসিন্দা আলা উদ্দিনের ছেলে তথা লরির সহ-চালক সমর উদ্দিন (২২)-কে গ্রেফতার করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button