Barak ValleySports

ফ্লাডলাইট পরীক্ষায় হাজির করিমগঞ্জের খেলার তারা-রা

করিমগঞ্জ : রাতের আলোয় ফুটবল-ক্রিকেটের মতো আসর বসানোর চেয়ে মাত্র কয়েক কদম দূরে করিমগঞ্জ৷ শহরের সরকারি স্কুল মাঠে ফ্লাডলাইট লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে৷ আজ পরীক্ষামূলক লাইট জ্বালানোর সময় মাঠে তারকার হাট ছিল উল্লেখ করার মতো৷ এখন আনুষাঙ্গিক বাকি কাজগুলো সেরে নিয়েই আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই ফ্লাডলাইটের৷

করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠে আজ সন্ধ্যায় DSA-র আজীবন সদস্য, ক্লাব-কর্মকর্তা, DSA-র কার্যকরী কমিটির সদস্য সহ অনেক ক্রীড়া প্রেমী উপস্থিত ছিলেন৷ অশীতিপর চন্দ্রজ্যোতি ভট্টাচার্য কিংবা বর্তমানে দিল্লি প্রবাসী প্রাক্তন সহসভাপতি কেশরীচাঁদ ভোরার উপস্থিতি ছিল রীতিমতো চমক৷ ছিলেন DC মৃদুল যাদব, DSA-র প্রাক্তন সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, আজীবন সদস্যের মধ্যে দীর্ঘদিনের সচিব বিমান বিহারী সিনহা সহ সুবীর রায় চৌধুরী, প্রাণেশ রঞ্জন দে, সুখেন্দু বিকাশ পাল প্রমুখ৷ বর্তমান সভাপতি অমলেশ চৌধুরী ও সচিব সুদীপ চক্রবর্তী সহ অন্য পদাধিকারী মিলে অতিথিদের বরণ করেন৷ জমায়েত উপলক্ষে কিছু আলোচনা, স্মৃতি রোমন্থনও হল৷ এক স্যুইচে ৪টি পোলের সবক’টি বাতি জ্বলে উঠতেই সবাই হাততালি দিয়ে মুহূর্তটা উপভোগ করেন৷

DSA-র সচিব সুদীপ চক্রবর্তী নিজের বক্তৃতায় জানান, সম্ভবত জুন মাসের প্রথম দিকে ফ্লাডলাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে৷ সেইসঙ্গে দ্রুত কাজ সম্পন্ন হওয়ায় তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ ফ্লাডলাইটের অর্থ বরাদ্দ করায় বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ অসমের প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈকেও স্মরণ করেন সুদীপ৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন ক্লাব হাউস, সুইমিং পুল ও indoor stadium- র অর্থ বরাদ্দ করেছিলেন তরুণ গগৈ৷ আজ চন্দ্রজ্যোতি ভট্টাচার্য, কমলাক্ষ দে পুরকায়স্থ, মিশন রঞ্জন দাস এবং মৃদুল যাদবও বক্তব্য রাখেন৷

Show More

Related Articles

Back to top button