বদরপুরে যাত্রীবাসে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, আটক যুবক

বদরপুর, ৬ অক্টোবর: শ্রীভূমি থেকে যাত্রীবাসে বদরপুরের ফেরার পথে এক এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে পুলিশ ও স্থানীয় জনগণের দ্রুত হস্তক্ষেপে জল বেশি দূর গড়ায়নি। পুলিশ সঙ্গে সঙ্গে লম্পট আব্দুল করিম খানকে গ্রেফতার করে।
জানা গেছে, সোমবার শ্রীভূমি থেকে যাত্রীবাসে বদরপুরের ওই গৃহবধূ বাড়ি ফেরার পথে হাসানপুর গ্রামের আব্দুল করিম খান নামের এক লম্পট ওই গৃহবধূর শরীরে হাত দেয় এবং অশ্লীল ইঙ্গিত দেয়। এতে ওই গৃহবধূ প্রতিবাদ করলে আব্দুল করিম খান বাসটি বদরপুরের ভাঙ্গা এলাকায় থামিয়ে বলপূর্বক তাকে গাড়ি থেকে নামিয়ে মারপিট শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগণ ও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে।
পুলিশের তৎপরতায় ওই গৃহবধূকে নিরাপদে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আব্দুল করিম খানকে আটক করে বদরপুর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, কিছুদিন আগেও বদরপুর থেকে যাত্রীবাসে শ্রীভূমি যাওয়া সময় এক কলেজ ছাত্রীও শ্লীলতাহানির শিকার হয়। পরে পুলিশের দ্রুত পদক্ষেপে জল বেশি দূর গড়ায়নি। যাত্রীবাসে মহিলা যাত্রীদের নিরপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।